ইচ্ছাশক্তি থাকলেই সেবার গুণগত মান বাড়ানো সম্ভব

লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫ ও ২০২৬ মেয়াদের গভর্নিং বডির ১ম সভা গতকাল ১৭ মার্চ সন্ধ্যায় সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও ফাউন্ডেশনের গর্বিত প্রকল্প লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের প্রদত্ত মানসম্পন্ন চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের কার্যক্রম এবং সাম্প্রতিক সময়ে হাসপাতালের কাজের অগ্রগতির বর্ণনা তুলে ধরেন প্রতিষ্ঠানের সম্পাদক লায়ন ডাঃ দেবাশীষ দত্ত। সভায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব ও যুগ্ম সচিব ড. মানজুর মোহাম্মদ উপস্থিত ছিলেন। সভার কার্যক্রম ও প্রতিষ্ঠানটির প্রদত্ত সেবাসমূহ পর্যবেক্ষক করে তিনি বলেন, লায়ন্স চক্ষু হাসপাতাল সুনাম ও দক্ষতার সাথে দীর্ঘ ৬২ বছর সমাজের নানা গুণীজন ও শ্রেষ্ঠ সমাজসেবকদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। এই হাসপাতালের সুনাম শুনার আগে থেকেই আমি এই হাসপাতালের সেবা নিয়েছি। আজ সরকারের পক্ষ থেকে এই হাসপাতাল পর্যবেক্ষণ করে আপনাদের প্রতিষ্ঠানের উন্নয়নের ভূমিকা রাখার সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। তিনি আরও বলেন, সরকার অবগত আছে যে সরকারের চিকিৎসা সেবার পাশাপাশি লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রামাঞ্চলের প্রত্যন্তদুর্গম পাহাড়ি ও উপকূলীয় এলাকায় ভ্রাম্যমাণ চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করে সুবিধাবঞ্চিত রোগীদের সেবা দিচ্ছেন এবং ঐসব দুর্গম অঞ্চল থেকে রোগীদের হাসপাতালে এনে রোগীদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আপনাদের এই সেবা প্রশংসনীয় এবং প্রত্যন্তদুর্গম পাহাড়ি ও উপকূলীয় এলাকায় এই সেবা আরো বেশী আকারে করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। তিনি সরকারের পক্ষ থেকে আগামী অর্থবছরে আর্থিক সহযোগিতা বাড়ানোর জন্য জোর সুপারিশ করার বিষয়ে উপস্থিত সকলকে আশ্বাস্ত করেন। প্রতিষ্ঠানটির চক্ষু ইনস্টিটিউটের চিকৎসকদের সাথে মতবিনিময় করে এই ইনস্টিটিউটের গুণগত মান বাড়ানোর জন্যও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। সভায় প্রাক্তন জেলা গভর্ণরবৃন্দের মধ্যে ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম.. মালেক, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন মোঃ মোস্তাক হোসাইন, লায়ন্স ক্লাবস্‌ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু ও হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় লায়ন মোহাম্মদ হোসাইন রানা, লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, লায়ন পারভীন মাহমুদ, লায়ন এ্যাড. মোহাম্মদ ইকবাল হোসাইন, লায়ন মোহাম্মদ সাকিব ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের প্রকল্পসমূহের বিভিন্ন কার্যক্রমে পরামর্শ ও প্রস্তাব উত্থাপন করে বক্তব্য প্রদান করেন। পরিশেষে, ম্যানেজমেন্ট কমিটিকে সার্বিক সহযোগিতার জন্য ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান লায়ন কামরুন মালেক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে
পরবর্তী নিবন্ধসিমেন্ট নিয়ে কর্মশালা, সেমিনার