‘ইচ্ছা’র শিশুদের সঙ্গে রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের আনন্দ ভাগাভাগি

| বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালবাসা বিনিময়এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট চট্টগ্রামের স্থায়ী প্রকল্পের আওতাধীন সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘ইচ্ছা’র বাচ্চাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে চায়। তারই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট উদ্যোগ নেয় সুবিধাবঞ্চিত বাচ্চাদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে তুলতে। সেই উদ্দেশ্যে এবং ইউনিটের যুব সদস্যদের প্রচেষ্টায় ‘ইচ্ছা’ স্কুলের বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে নতুন জামা প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, উপাধ্যক্ষ আবু মুহাম্মদ মেহেদী হাসান। উপস্থিত ছিলেন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মো. হোছাইনুল আবেদীন। উক্ত কার্যক্রমে ইউনিটের দলনেতা কাউসার আক্তার মোনার পরিচালনায় ৮ জন কার্যকরী পরিষদ সদস্য ও ৬ জন যুব সদস্য অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাসূল (দ.) এর মাঝেই রয়েছে মানুষের জন্যে উত্তম আদর্শ
পরবর্তী নিবন্ধবিদ্যালয় থেকে ঝরে পড়াদের নিয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ