ইকুইটি মেঘমালা প্রকল্পের নির্মাণ কাজ শুরু

| বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৯:২২ পূর্বাহ্ণ

নগরীর খুলশী রোজ ভ্যালি আবাসিক এলাকায় ৫ নং সড়কে ইকুইটির বিলাসবহুল এক ইউনিট অ্যাপার্টমেন্ট প্রকল্প মেঘমালার নির্মাণ কাজ শুরু হয়েছে। গত সোমবার প্রকল্প এলাকায় গ্রাউন্ড ব্রেকিং এবং খতমে কোরআন ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইকুইটির ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক, চেয়ারম্যান মাহফুজুল হক, প্রধান স্থপতি উ থেন ইয়ান, ভূমির মালিক মহিয়ূল ইসলাম, স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা।
কোম্পানির হেড অব সেলস্‌ জহিরুল আলম জুয়েল জানান, জমিতে আটতলা ভবনে মোট সাতটি আধুনিক অ্যাপার্টমেন্ট নির্মাণ করবে ইকুইটি। এই আবাসন প্রকল্পে ২১৫৩ বর্গফুট বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট থাকবে। প্রকল্পটি ১৮ মাসে হস্তান্তর করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট অফিসার্স এসো’র সভা
পরবর্তী নিবন্ধমেয়রের সাথে ভারতীয় ডেপুটি হাই কমিশনারের সৌজন্য সাক্ষাত