ইকুইটি অন্তরা প্রকল্প গ্রাহকদের হস্তান্তর

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড চট্টগ্রাম নগরীর মোমিন রোডে ইকুইটি অন্তরা নামক প্রকল্প গত বৃহস্পতিবার গ্রাহকদের নিকট হস্তান্তর করেছে। প্রতিষ্ঠানটির প্রধান স্থপতি উ থেন য়াইন এর নকশায় নির্মিত ইকুইটি অন্তরা প্রকল্পের ছাদের সুবিশাল মাল্টিপারপাস হলে হস্তান্তর অনুষ্ঠানে এপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেসের মালিকগণ, স্থানীয় মহিলা কমিশনার আনজুমান আরা ও জামাল খান ওয়ার্ড কমিশনার শৈবাল দাস সুমন উপস্থিত ছিলেন। ১১.৯৩ কাঠার উপর নির্মিত এই প্রকল্প নিয়ে প্রধান স্থপতি তার বক্তব্যে প্রকল্পটির সকল সুযোগ সুবিধা, চারদিকে পর্যাপ্ত বায়ু চলাচলের সুব্যবস্থার কথা উল্লেখপূর্বক এই প্রকল্পটির নানাবিধ সুযোগসুবিধার কথা তুলে ধরেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক যথাযথ নাগরিক বিধি মেনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একত্রিত হয়ে বসবাস করার আহবান জানান। তিনি মনন মানসিকতা মানবিকতার বিষয়গুলো উল্লেখ করে আমাদের এই নগরীকে আরো সুন্দর করার আহবান জানান। অনুষ্ঠানে ইকুইটি অন্তরা ওনার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, সেক্রেটারি ওয়ার্ড কমিশনারকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক, চেয়ারম্যান মাহফুজুল হক ও হেড অফ সেলস এস এম জহিরুল আলম জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে ফেয়ারের মতবিনিময়
পরবর্তী নিবন্ধআলকরণ ইউনিট আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু