ইউসুফ চৌধুরী বীর চট্টলার কীর্তিমান পুরুষ

স্মরণসভায় বক্তাদের অভিমত

| শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:৩৩ পূর্বাহ্ণ

দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা ও সম্পাদক, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রাক্তন চেয়ারম্যান, চট্টলদরদী মোহাম্মদ ইউসুফ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা গত ৮ সেপ্টেম্বর নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সাংবাদিক সুজিত কুমার দাশের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়য়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফর আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম জেলা পিপি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কবি আশীষ সেন, মোহাম্মদ হামিদ আলী। স্মরণসভায় প্রধান অতিথি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বীর চট্টলার কীর্তিমান পুরুষ ছিলেন চট্টলদরদী ইউসুফ চৌধুরী। তিনি আরো বলেন, সমাজের অসঙ্গতি ও অপকর্মের বিরুদ্ধে ইউসুফ চৌধুরী সারাজীবন ন্যায়ের পক্ষে সংগ্রাম করে গেছেন। স্মরণসভায় বক্তব্য রাখেন সৈয়দ দিদার আশরাফী, ফজল আহমদ, মোহাম্মদ হোসেন, মাওলানা জয়নাল আবেদীন চিশতী, আলী নেওয়াজ, কবিয়াল কল্পতরু ভট্টাচার্য্য, ডা. দুলাল কান্তি চৌধুরী, ডা. সুকুমার সেন, ডা. আলাউদ্দীন ভূঁইয়া, মনোয়ার আজিজ চৌধুরী, মঞ্জুরুল আলম, সাংবাদিক রোজী চৌধুরী প্রমুখ।
আব্দুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন : ইউছুপ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কদম মোবারক শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আব্দুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা সংগঠনের চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মৌলানা একরাম হোসাইন, মৌলানা আয়ুব আলী, মজুমদার আলম, সোলাইমান, নুরুল্লাহ বাহার, শাহেদুল আলম, সোহেল, ইব্রাহিম, মো. হাসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাড়ইপাড়া থেকে চুরি হওয়া বাইক পেকুয়ায় উদ্ধার
পরবর্তী নিবন্ধইউসুফ মুহম্মদের দোঁহা সমৃদ্ধ করবে বাংলা সাহিত্যের ভাণ্ডার