ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩ নভেম্বর ব্যাংকটির সদরঘাট শাখায় খতমে কুরআন, দোয়া মাহফিল, ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সদরঘাট শাখার অপারেশন ম্যানেজার ইয়াসির হেলালির সঞ্চালনায় শাখা ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউ সি বি সদরঘাট শাখার সাবেক শাখা ব্যবস্থাপক আব্দুল আহাদ ও শাহনেওয়াজ চৌধুরীসহ সদরঘাট শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মরহুম আলহাজ্ব আক্তারুজ্জামান চৌধুরী বাবুর কর্মময় জীবন ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে স্মরণ সভা ও দোয়া মাহফিল শুরু হয়। সভাপতির বক্তব্যে ওয়াহিদুজ্জামান চৌধুরী বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু ১৯৮৩ সালে বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং জগতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রতিষ্ঠা করে যে বিপ্লব সূচনা করে দিয়ে গেছেন, সেই চারা গাছ আজ মহীরুহ, যা বটবৃক্ষের মতো আগলে রেখেছে প্রতিষ্ঠানকে, আগামীর পথচলায়ও তিনি আমাদের সকলের অনুপ্রেরণা হয়ে থাকবেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য তিনি মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন। শেষে মরহুমের আত্মার মাগফেরাত ও তাঁর পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।