ইউসিটিসি ডে অ্যান্ড ফ্রেশার্স রিসিপশন

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংএর উদ্যোগে ইউসিটিসি ডে অ্যান্ড ফ্রেশার্স রিসিপশন উপলক্ষে বাকলিয়াস্থ একটি কনভেনশন হলে গতকাল শুক্রবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ অনুষ্ঠান উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিওটি চেয়ারম্যান নবিউল আলম তালুকদার। প্রধান অতিথি ছিলেন বুয়েটের সিএসই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, ইউসিটিসি এ অঞ্চলে উচ্চশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, . জামাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, . মো. নুরুল আবছার, সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, প্রফেসর মো. বজলুর রহমান। আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক এস এম শহিদুল আলম এবং মার্কেটিং অ্যান্ড এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার। প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভা ৫ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধলবণবোঝাই ট্রাকের গতিরোধ, তিন জনকে ধরে পুলিশে দিল জনতা