ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) ও ইউএসএআইডি–এর মধ্যে ইউসিটিসিতে ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্স বাস্তবায়নের জন্য একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার রেনেসন্স ঢাকা গুলশান হোটেল আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিটিসির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, স্টুডেন্ট এফেয়ার্স ডিরেক্টর এস.এম. শহিদুল আলম এবং মার্কেটিং এন্ড এডমিশন এর প্রধান অভিমান ঘোষ দস্তিদার । ইউএসএআইডি–এর মিশন ডিরেক্টর রিড এশলিম্যান, ইউএসএআইডি বাংলাদেশ চিফ অফ পার্টি জুলি লিফ, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডস অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট কবির আহমেদ। স্মারক চুক্তির পর বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাপ্লাই চেইন ও লজিস্টিঙ বিষয়কে শিক্ষাব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে একটি আলোচনা সেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।