ইউসিটিসির যন্ত্রপ্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের বিটাক পরিদর্শন

| বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

ইউসিটিসির যন্ত্রপ্রকৌশল বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গত ২৮ অক্টোবর বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) পরিদর্শন করেন। বিটাক এর দুই সহকারী প্রকৌশলী এনামুল হক ও হাবিবুল বাসার জিহাদের সার্বিক সহযোগিতায় যন্ত্র প্রকৌশল বিভাগের প্রভাষক মো. জুলকার নায়েনের তত্ত্বাবধানে এ কার্যক্রম সম্পন্ন হয়। বিটাক নির্বাহী প্রকৌশলী ফারহানা আক্তারের সাথে সৌহার্দ্য বিনিময়ের পর তিনি বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করেন এবং প্রশ্নের জবাব দেন। প্রকৌশলীদ্বয় তাদের বিভিন্ন শপ ঘুরে দেখান। পরিদর্শন বিষয়ে ছাত্রছাত্রীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শেষে কর্মজীবনে প্রবেশের পূর্বে সহ কার্যক্রম হিসেবে বিভাগের এই আয়োজন আমাদের ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেষে শিক্ষার্থীরা নির্বাহী প্রকৌশলী ফারহানা আক্তারকে শুভেচ্ছা স্মারক প্রদান করে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধআমেরিকান কাউন্সিলের কর্মশালা
পরবর্তী নিবন্ধনোংরা পরিবেশে বাসি খাবার, পাঁচলাইশে রেস্টুরেন্টকে জরিমানা