ইউসিটিসিতে (ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং) অনুষ্ঠিত হয়ে গেল প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন, সেনজিনিয়াস-২০২১। গত শুক্রবার ছিল সেনজিনিয়াসের ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইউনুস, রেজিস্ট্রার, ট্রেজারার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ড. এনামুল কাদির প্রমুখ। মূলত চট্টগ্রামের পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। পোস্টার প্রেজেন্টেশন, ক্যাডমাস্টার এবং সিভিকিউ এই তিনটি বিভাগে হয়েছিল প্রতিযোগিতা। এই তিনটি বিভাগে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ থেকে অংশ নিয়েছিল প্রায় শ’ খানেক প্রতিযোগী। চুয়েট, ইউসিটিসি, সাদার্ন এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশ নেয়। অনলাইনে অনুষ্ঠিত প্রতিযোগিতার সিভিকিউ রাউন্ডে প্রথম স্থান অর্জন করে ইউসিটিসির ছাত্ররা, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে চুয়েটের শিক্ষার্থীরা। ক্যাডমাস্টার রাউন্ডে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে চুয়েট, সাদার্ন এবং ইউসিটিসির শিক্ষার্থীরা। আর পোস্টার প্রেজেন্টেশানে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ইউসিটিসির দুটি গ্রুপ এবং তৃতীয় হয়েছে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রেস বিজ্ঞপ্তি।