ইউসিটিসিতে অ্যাডমিশন ফেয়ারের সময় বৃদ্ধি

| সোমবার , ১৪ জুন, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামে (ইউসিটিসি) চলছে শরৎকালীন ২০২১ সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগ্রহ ও করোনা পরিস্থিতি বিবেচনায় অ্যাডমিশন ফেয়ারের সময়সীমা আরো ৫ দিন বৃদ্ধি করা হয়েছে।
বহরদ্দারহাটস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৭ জুন পর্যন্ত এই ফেয়ার চলবে। বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবক প্রয়োজনীয় তথ্যের উত্তর জেনে নিতে পারবে এই ফেয়ার থেকে। এছাড়াও এতে থাকছে স্পট অ্যাডমিশনের সুবিধা। ভর্তি ফির উপর থাকবে ৫০% ছাড় ও টিউশন ফির উপর ৬৫% পর্যন্ত বিশেষ স্কলার শিপের সুযোগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোটেল রেডিসন ব্লুতে মেডিটেশন সেশন
পরবর্তী নিবন্ধবাজেট বাস্তবায়নে অপ্রয়োজনীয় খরচ কমানোর ওপর গুরুত্ব