ইউসিটিসিতে অটাম এডমিশন ফেয়ারের উদ্বোধন

| বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

সৃষ্টিশীল তথ্যপ্রযুক্তি ভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামে (ইউসিটিসি) শুরু হয়েছে অটাম ২০২৪ সেমিস্টারের এডমিশন ফেয়ার।

গতকাল ইউসিটিসি উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ এডমিশন ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টি সেক্রেটারি মোহাম্মদ ওসমান, ট্রেজারার সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার আহমেদ, স্টুডেন্ট এফেয়ার্স ডিরেক্টর এস. এম. শহিদুল আলম, মার্কেটিং এন্ড এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদারসহ সকল কো অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নগরীর বহরদ্দারহাটস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ১৭ মে পর্যন্ত এই ফেয়ার চলবে। বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স, ইসলামিক স্ট্যাডিস অনার্স এন্ড মাস্টার্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবে এই ফেয়ার থেকে। এডমিশন ফেয়ারের মধ্যে থাকছে র‌্যাফেল ড্র এর মাধ্যমে ল্যাপটপ ও স্মার্টফোন পাওয়ার সুযোগ। এছাড়াও এতে থাকছে স্পট অ্যাডমিশনের মাধ্যমে স্মাট ব্যাগ। ভর্তি ফির উপর থাকবে ৫০% ছাড় ও টিউশন ফির উপর ৫৫% পর্যন্ত বিশেষ ছাড়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ভিত্তিক মেরিট স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার, ক্যাম্পাস লাইফ স্টাইল, ক্যাম্পাস জব, ক্লাব ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের নানান তথ্য জানা যাবে এই ফেয়ারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়াসা ও রিহ্যাবের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধএকঝাঁক নতুন মুখের ‘দেনা পাওনা’