সুইজারল্যান্ডের দৌঁড় থামিয়ে দিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে স্পেন। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে স্পেন টাইব্রেকারে ৩-১ গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে সবার আগে শেষ চার নিশ্চিত করে। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটের খেলা ড্র ছিল ১-১ গোলে। সুইজারল্যান্ডকে বিদায় নিতে হলো শেষ আট থেকে। ১২০ মিনিট যার মধ্যে ৪০ মিনিট ১০ জন নিয়ে খেলেও সুইসরা রুখে দিয়েছিল স্পেনকে। কিন্তু টাইব্রেকারে আর পারল না। ম্যাচের শুরু থেকেই উত্তেজনার আভাস মিলছিল। দুই দলই আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলছিল। কিন্তু শুরুতেই কপাল পুড়ে সুইজারল্যান্ডের। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সুইসরা। ৮ মিনিটে কর্নার লাভ করে স্পেন। কর্নার থেকে উড়ে আসা বলে শট নিয়েছিলেন জর্ডি আলভা। কিন্তু তার সে শট সুইজারল্যান্ডের জাকারিয়ার পায়ে লেগে জড়ায় জালে। এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধে দুই দল আক্রমণ আর পাল্টা আক্রমণ করে খেললেও গোল পায়নি কোন দলই।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। ৬৮ মিনিটে সমতা ফেরায় সুইসরা। স্পেনের ডি বক্সের ভেতর থেকে অধিনায়ক শাকিরির শট জালে জড়ালে সমতা ফিরে ম্যাচে। তবে সমতা ফেরানোর আনন্দ বিষাদে পরিণত হয় সুইসদের ৭৭ মিনিটে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় প্রিওলারকে। ১-১ সমতায় নির্ধারিত ৯০ মিনিট শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে দশ জনের দল সুইজারল্যান্ড। সে সুযোগে একের পর এক আক্রমণ করতে থাকে স্পেন। কিন্তু সুইস গোলরক্ষক ছিলেন প্রাচীর হয়ে। ফলে এ অর্ধ্বে গোল পায়নি একাধিক সুযোগ সৃষ্টি করা স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয় ১৫ মিনিটে আরো জমাট সুইজারল্যান্ডের রক্ষণভাগ। ফলে একাধিক সুযোগ সৃষ্টি করেও এ অর্ধেও গোল বঞ্চিত স্পেন। আর খেলা গড়ায় টাইব্রেকারে। আর সে টাইব্রেকারে ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় স্পেন।