ইউরোপ ত্রিমুখী ঝুঁকির সম্মুখীন : ম্যাক্রোঁ

| শনিবার , ৪ মে, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আধুনিক ইউরোপের ‘অস্তিত্ব ত্রিমুখী হুমকির’ সম্মুখীন। এটি মোকাবেলার জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি ও ধারণার প্রয়োজন। ব্রিটিশ সাপ্তাহিক ‘দ্য ইকোনমিস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এ কথা বলেন। খবর বাসসের। ম্যাক্রোঁ বলেন, এটি আমাদের ইউরোপের জন্য ত্রিবিধ অস্তিত্বের ঝুঁকি। একটি সামরিক ও নিরাপত্তা ঝুঁকি এবং একটি আমাদের সমৃদ্ধির জন্য অর্থনৈতিক ঝুঁকি এবং অভ্যন্তরীণ অসঙ্গতি ও আমাদের গণতন্ত্রের কার্যকারিতা ব্যাহত হওয়ার অস্তিত্বের ঝুঁকি। তিনি বলেন, সামপ্রতিক বছরগুলোতে এই তিনটি ঝুঁকি ত্বরান্বিত হয়েছে। খুব দৃঢ়ভাবে হয়েছে, এতে কোন সন্দেহ নেই।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২০
পরবর্তী নিবন্ধইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত তুরস্কের