ইউরোপে মৃত্যু ৩ লাখ ছাড়াল

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৬:০১ পূর্বাহ্ণ

শীতের শুরুতেই কোভিড-১৯ মহামারীতে ইউরোপজুড়ে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার মহাদেশটিতে মৃত্যুর সংখ্যা দুঃখজনক মাইলফলক পার হয় বলে জানিয়েছে রয়টার্সের টালি। অঞ্চলটিজুড়ে শীত নেমে আসতে থাকায় করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সামনে আরও বাড়বে বলে আশঙ্কা কর্তৃপক্ষগুলোর। খবর বিডিনিউজের।
কোভিড-১৯ মহামারীতে বিশ্বজুড়ে ১২ লাখ লোকের মৃত্যু হয়েছে, এর মধ্যে এক-চতুর্থাংশের মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপে, যদিও বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশের বাস মহাদেশটিতে। ইউরোপের উন্নত হাসপাতালগুলো মৃত্যুর মিছিল ঠেকাতে পারছে না। বছরের প্রথম দিকে কঠোর লকডাউন জারি করে মহামারীর ওপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইউরোপের দেশগুলো। কিন্তু গ্রীষ্মের পর লকডাউন শিথিল করার কিছুদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করে, সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারগুলো ফের বিধিনিষেধ আরোপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। সব মিলিয়ে ইউরোপে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ২৮ লাখ দাঁড়িয়েছে আর মৃত্যু হয়েছে প্রায় তিন লাখ ১১৪ জনের। গত সপ্তাহজুড়ে এর আগের সপ্তাহ থেকে ১০ শতাংশ বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে একদিনে দুই লাখ ৮০ হাজার রোগী শনাক্তের ঘটনাও ঘটেছে। এসময় বিশ্বজুড়ে যত রোগী শনাক্ত হয়েছে তার অর্ধেকেরও বেশি ধরা পড়েছে ইউরোপে।

পূর্ববর্তী নিবন্ধবিহারে বিজেপি জোটের জয়
পরবর্তী নিবন্ধট্রাম্পের পরাজয় স্বীকার না করা বিব্রতকর : বাইডেন