বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে গতকাল বুধবার বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার পক্ষ হতে পাহাড়তলীস্থ প্রীতিলতা মনুমেন্টে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদ, সদস্য জাহেদুন্নবী কনক, মো. ফরহাদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি রিপা মজুমদার, সাধারণ সম্পাদক নেভি দে, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য রাহেলা সিদ্দিকা, আনোয়ারা বেগম প্রমুখ।
এর পূর্বে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রীতিলতা দেশের জন্য জীবন দিয়ে প্রমাণ করেছিলেন, স্বাধীনতা সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে সমানতালে লড়তে পারে। নেতৃবৃন্দ রাষ্ট্রীয় উদ্যোগে প্রীতিলতার স্মৃতি সংরক্ষণ ও পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাবকে প্রীতিলতা স্মৃতি যাদুঘরে রূপান্তরের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।