ইউপি সদস্য কারাগারে

বীর মুক্তিযোদ্ধাকে মারধর

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১০:২৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বীর মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় ওসমান গণি (৪২) নামে এক ইউপি সদস্যকে গত শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ও বিবিবিলা পশ্চিম পাড়ার মৃত আবদুল আলমের পুত্র। মারধরের শিকার বীর মুক্তিযোদ্ধার নাম অতীন্দ্র লাল নাথ (৭০)। তিনি একই ওয়ার্ডের পূর্ব নাথ পাড়ার মৃত শ্যামাচরণ নাথের পুত্র।
এ ঘটনায় ওইদিন রাতে বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্র লাল নাথ বাদী হয়ে ইউপি সদস্য ওসমান গণি, কায়ছার হামিদ, মোস্তাক মিয়া, মো. আদিল, আবদুল করিম, অনিল নাথ ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করে থানায় মামলা করেন।
জানা যায়, এলাকায় চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইউপি সদস্য ওসমান গণি এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্র লাল নাথের উপর চড়াও হয়। ঘটনার দিন সকালে অতীন্দ্র লাল নাথকে এলাকার চা দোকানে ইউপি সদস্য ওসমান গণির নেতৃত্বে মারধর করা হয়। এতে তিনি আহত হন।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্র লাল নাথকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ইউপি সদস্য ওসমান গণিকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধবিআরটিএ কার্যালয়ে র‌্যাবের অভিযান, ২১ দালালকে সাজা