সাতকানিয়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হক মিঞা হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নজরুল ইসলাম চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওচমান আলী, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মোহাম্মদ ইউনুচ ও সাধারণ সম্পাদক রিপন কান্তি দাশ সুজন। সাতকানিয়ার নিজ বসতঘরের শয়ন কক্ষ থেকে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হক মিঞার লাশ উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।