স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ইউপিএইচসিএসডিপি–২ এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান সম্প্রতি মমতার পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ–প্রকল্প পরিচালক ড. শারমিন মিজান, এডিবির ক্যাপাসিটি বিল্ডার মো. শাহারিয়ার, মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, চসিক আরবান প্রকল্প ব্যবস্থাপক ডা. মুজিবুল হক চৌধুরী, ডা. হাসান মুরাদ, মমতার প্রকল্প ব্যবস্থাপক মো. মাহাবুবুল করিম, চসিক আরবান প্রকল্পের ফিন্যান্স এন্ড এডমিন ম্যানেজার মো. আনসার আহমেদ ও মো. আরিফ প্রমুখ। পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ইউপিএইচসিএসডিপি–২ এর প্রকল্প পরিচালক মমতার নগর মাতৃসদন হাসপাতাল ও নগর স্বাস্থ্য কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি স্বাস্থ্য সেবা প্রদানের আন্তরিকতা ও অগ্রাধিকতার প্রদানের বিষয়টি অব্যহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন এবং মমতার কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।