শরী’আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে চট্টগ্রামে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বহদ্দারহাট শাখা গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহদ্দারহাট শাখা উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, ইউনিয়ন ব্যাংক ইতোমধ্যে গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে সবকটি আর্থিক সূচকে ভালো অবস্থান অর্জনে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম এবং ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও উপ-শাখা ইনচার্জবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।