আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি স্পার্ক (Unity Spark-US-) এর একবছর পূর্তি উদযাপন করা হলো সারা দেশে এবং বিদেশের বিভিন্ন ইউনিটে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে। আজ শুক্রবার সকাল থেকে চট্টগ্রামের কেন্দ্রীয় ইউনিটের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়, যা একযোগে সংগঠনের দেশের সব ইউনিট ও বিদেশে থাকা শাখাগুলোতে পালিত হয়।
চট্টগ্রাম সেন্ট্রাল ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য হিয়া, রাফি, সাকিব, রুহি, মুনির, ইয়াসিন, অর্পন, আমিম এবং সাইদ। কর্মসূচি শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিষ্ঠাতা রাকিবুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা দেখতে দেখতে একটি বছর পার করে ফেললাম। এই যাত্রা সহজ ছিল না, তবে সংগঠনের সকলের অক্লান্ত পরিশ্রম ও অবদানের ফলে এত অল্প সময়ে আমরা এতদূর আসতে পেরেছি। ভবিষ্যতেও যদি আমরা একইভাবে একসাথে কাজ করে যাই, তাহলে দেশ ও জাতিকে আরও বড় কিছু উপহার দিতে পারব। মাত্র এক বছরের মধ্যে আমাদের সংগঠন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও কাজ করে যাচ্ছে।”
২০২৪ সালের ৮ আগস্ট চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় Unity Spark, তরুণ সংগঠক রাকিবুল ইসলাম চৌধুরীর হাত ধরে। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি মানবিক সেবা, পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে (SDGs) কাজ করার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলছে। একতা, মানবতা ও সামাজিক দায়বদ্ধতা—এই তিন মূলনীতি নিয়ে সংগঠনটি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলেছে।
প্রথম বছরেই Unity Spark সম্পন্ন করেছে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মধ্যে রয়েছে বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, জরুরি রোগীদের জন্য রক্ত সংগ্রহ ও দান, বৃদ্ধাশ্রমে গিয়ে ভালোবাসা ও সময় ভাগাভাগি, শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, রমজানে ইফতার বিতরণ, পরিবেশ সচেতনতা অভিযান, এবং আহত প্রাণীদের উদ্ধার ও চিকিৎসা। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি, যা দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন ইউনিটেও একযোগে সম্পন্ন হয়।
বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, সিলেট, বরিশাল, সাতকানিয়া-লোহাগাড়া, আলীকদম, বান্দরবানসহ দেশের বিভিন্ন অঞ্চলে Unity Spark-এর সক্রিয় ইউনিট রয়েছে। এছাড়া বিদেশের ৮–১০টি দেশে সংগঠনের নিজস্ব অ্যাম্বাসেডর কাজ করছেন, যারা মূলত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবী। ফ্রান্স, কিরগিজস্তান, সৌদি আরব, নেপাল, দুবাই, ফিনল্যান্ড, চীন, লন্ডন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ এসব দেশে অ্যাম্বাসেডররা স্থানীয় ও আন্তর্জাতিকভাবে মানবিক কর্মকাণ্ডে যুক্ত আছেন এবং নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করতে সহযোগিতা করছেন।
সীমিত বাজেটে কার্যকর ব্যবস্থাপনা, সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ, দ্রুত ইউনিট বিস্তার, যুব নেতৃত্ব এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি অঙ্গীকার—এই শক্তিকে পুঁজি করেই Unity Spark দেশ ও দেশের বাইরে মানবিক সেবার আলো ছড়িয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার প্রথম বছরেই আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় হয়ে ওঠা সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজ ও পরিবেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।