ইউটিএসের ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো’ কাল

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার ব্যবস্থা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ জানুয়ারি, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

আগামীকাল শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) অস্ট্রেলিয়ার আয়োজিত দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো২০২৪’। নগরীর দি পেনিনসুলা চিটাগংয়ের জিনিয়া হলে এ এক্সপো অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এক্সপোতে উচ্চ শিক্ষার বিষয়ে কাউন্সেলিং সেশন, স্পট এডমিশন, বৃত্তি ও প্রতিনিধিরে সর্ম্পকে জানাতে পারবে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউটিএস কলেজ বাংলাদেশের কান্ট্রি হেড সংগীত শিল্পী নকীব খান এবং বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বেরি) প্রধান নির্বাহী (সিইও) . আরিফ জুবায়ের।

সংবাদ সম্মেলনে তারা জানান, ইউটিএস অস্ট্রেলিয়ার একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়, এটি সিডনিতে অবস্থিত। যা কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ৯০তম স্থানে এবং অস্ট্রেলিয়ার এক নম্বর ইয়ং ইউনিভার্সিটি হিসেবে অবস্থান। প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম এটির কোর্স ডেলিভারি পার্টনার এবং বাংলাশে এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বেরি), ইউটিএস কলেজ বাংলাদেশ স্থানীয় প্রতিনিধি। শনিবার সকাল ১০টায় চট্টগ্রামের পেনিনসুলাতে ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো উদ্বোধন হবে। যা একই দিন বিকেল পাঁচটায় শেষ হবে। সেখানে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা সম্পর্কে বিস্তারিত বিষয় উপস্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে অস্ট্রেলিয়ায় ব্যাচেলর ডিগ্রি করতে পারে, সেজন্য ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) চট্টগ্রামে প্রিমিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসে কোর্স প্রোগ্রাম শুরু করেছে। প্রথম বছর ইউটিএস কলেজের চট্টগ্রাম ক্যাম্পাসে শিক্ষাবর্ষ শুরু করে দ্বিতীয় বর্ষে অস্ট্রেলিয়ার ইউটিএসে ভর্তির নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো’তে উচ্চ শিক্ষার বিষয়ে কাউন্সেলিং সেশন, স্পট এডমিশন, বৃত্তি ও প্রতিনিধিদের সম্পর্কে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধবাঁশখালীর সাধনপুরে হাতির তাণ্ডবে মন্দির ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত