ইউক্রেন যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি, রুশ সৈন্যের জেল

| শনিবার , ১৪ জানুয়ারি, ২০২৩ at ৭:০০ পূর্বাহ্ণ

রাশিয়ার একটি আদালত ২৪ বছর বয়সী এক সৈনিককে পাঁচ বছরের জেল দিয়েছে। তার অপরাধ- ইউক্রেন যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানানো। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। আল জাজিরা।

বৃহস্পতিবার প্রেস সার্ভিস জানায়, ওই সৈনিক বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে চাননি। ২০২২ সালে মে মাসে দায়িত্ব পালনের জন্য তিনি রিপোর্ট পেশ করেননি। এক বিবৃতিতে জানানো হয়, গেল সেপ্টেম্বরে আইনশৃঙ্খলা বাহিনী মার্সেল কান্দারভ নামে ওই সৈন্যের অবস্থান শনাক্ত করে। খবর বাংলানিউজের।

আলাদাভাবে সামরিক একটি ট্রাইব্যুনাল বলেছে, সৈন্য সমাবেশকালে এক মাসেরও বেশি সময় সামরিক দায়িত্ব এড়ানোর কারণে কান্দারভকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষের দিকে ইউক্রেনের সেনাদের হাতে নাস্তানাবুদ হয়ে রাশিয়া সেনা সমাবেশের ঘোষণা দেয়।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী
পরবর্তী নিবন্ধএরদোগানের কুশপুতুল প্রদর্শন, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব