ইউক্রেন কখনও আত্মসমর্পণ করবে না : জেলেনস্কি

| শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

সমস্ত প্রতিকূলতার বিপরীতে ইউক্রেনের পতন হয়নি। হবেও না। ইউক্রেন কখনও আত্মসমর্পণও করবে না। লড়াইয়ে আমরা রাশিয়াকে পরাজিত করেছি। ওপরের কথাগুলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। বুধবার যুক্তরাষ্ট্র সফরকালীন কংগ্রেসে দেওয়া ভাষণে তিনি কথাগুলো বলেন। তার ভাষণের সঙ্গে নিজের ভাষ্য যোগ করে পুতিনের নিষ্ঠুর যুদ্ধের বিরুদ্ধে কিয়েভ কখনও একা দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদনে প্রকাশ করে। এতে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক আগ্রাসনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করছেন জেলেনস্কি। খবর বাংলানিউজের।

তার এ সফরকে ঐতিহাসিক বলে বিবেচিত হচ্ছে। সফরের অংশ হিসেবে বুধবার মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এসময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জেলেনস্কি বলেন, ইউক্রেন জীবিত এবং লাথি মারছে। এ সময় তিনি মার্কিন কংগ্রেসে প্রতিশ্রুতি দেন, তার দেশ রাশিয়ার কাছে কখনও আত্মসমর্পণ করবে না। তিনি আরও বলেন, ইউএস কংগ্রেসে থাকা এবং এখানে দাঁড়িয়ে সকল মার্কিনিদের সঙ্গে কথা বলা আমার জন্য অত্যন্ত সম্মানের।

পূর্ববর্তী নিবন্ধমেক্সিকোর সীমান্তে ট্রাম্পের তৈরি দেয়াল ভেঙে ফেলা হচ্ছে
পরবর্তী নিবন্ধব্যবসায় ক্ষতি দেখিয়ে ২০২০ সালে আয়কর দেননি ট্রাম্প