মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও টেক ধনকুবের ইলন মাস্ক ইউক্রেনে উপগ্রভিত্তিক ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনা স্টারলিংকের ব্যবহার নিয়ে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্ল সিকোরস্কির সঙ্গে তুমুল বাদানুবাদে জড়িয়েছেন। খবর বিডিনিউজের।
রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সিরিজ পোস্টে বাদানুবাদ দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। মাস্ক তার পোস্টে ইউক্রেনে উপগ্রহভিত্তিক ইন্টারনেট ব্যবস্থাপনা বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিলে এর প্রতিক্রিয়ায় সিকোরস্কি বলেন, স্টারলিংক বন্ধের যে কোনো হুমকির পর লোকে অন্য সরবরাহকারী খোঁজা শুরু করবে।
রুবিও পরে এই কথার লড়াইয়ে ঢুকে পড়েন এবং বলেন, মাস্ক স্টারলিংক বন্ধ করে দেওয়ার কথা বলেননি। তিনি সিকোরস্কিকে কৃতজ্ঞ থাকারও আহ্বান জানান। তিনজনের এই লড়াই শেষ হয় মাস্কের পোস্টে, সেখানে তিনি পোলিশ পররাষ্ট্রমন্ত্রীকে ছোটলোক বলে গাল দেন।
স্টারলিংকের এই ইন্টারনেট ব্যবস্থাপনা মাস্কের মহাকাশ প্রযুক্তি সংস্থা স্পেসএক্সের এটি উদ্যোগ, যার সাহায্যে বিশ্বজুড়ে দুর্গম ও যুদ্ধক্ষেত্রের মতো বিপজ্জনক জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব। রোববারের এই বাদানুবাদ শুরু হয় মাস্কের একটি পোস্টে, যেখানে টেসলাপ্রধান স্টারলিংককে ইউক্রেনের সেনাবাহিনীর মেরুদণ্ড আখ্যা দেন।