ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের লাশ আজ দেশে পৌঁছাতে পারে। ইউক্রেন থেকে গতকাল তার লাশ মলদোভা হয়ে রোমানিয়া নিয়ে যাওয়া হয়েছে। সূত্র জানায়, গতকাল (বৃহস্পতিবার) সকালে হাদিসুরের লাশটি মলদোভা আনার পরে রোমানিয়ার বুখারেষ্ট নিয়ে যাওয়া হবে। ওখান থেকে কফিন পাঠানো হবে বাংলাদেশে। আজ শুক্রবার লাশটি ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে জাহাজের ব্রিজে টেলিফোনে কথা বলার সময় নিহত হন থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর। পরদিন ৩ মার্চ জাহাজটির দুই নারী নাবিকসহ মোট ২৮ নাবিককে উদ্ধার করে প্রথমে একটি বাংকারে রাখা হয়। পরবর্তীতে তাদেরকে প্রথমে মলদোভা, পরে রোমানিয়া হয়ে গত ৯ মার্চ দেশে নিয়ে আসা হয়। জাহাজটি পরিত্যক্ত অবস্থায় ইউক্রেনের ওলভিয়া বন্দরে অলস ভাসছে।