ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। রাতভর এসব হামলা চালানো হয় বলে গতকাল বুধবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এই হামলায় লভিভের কেন্দ্রস্থলে একটি ঐতিহাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের দিন দেশটির পোলতভা নগরীর একটি সামরিক ইন্সটিটিউটে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ জন নিহত ও আরও শতাধিক মানুষ আহত হয়। এটি চলতি বছর ইউক্রেনে রুশ বাহিনীর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। খবর বিডিনিউজের।
রয়টার্স জানিয়েছে, রাশিয়া লভিভ বা পোলতভা নগরীতে হামলা নিয়ে এ পর্যন্ত কোনো মন্তব্য করেনি। গতকাল রাশিয়া বলেছে, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মস্কো ‘অত্যন্ত বেদনাদায়ক’ জবাব দেবে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার সর্বশেষ আক্রমণ চলাকালে শত্রুর ছোড়া ১৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে সাতটি এবং ২৯টি ড্রোনের মধ্যে ২২টি গুলি করে ধ্বংস করেছে তারা।