ইউক্রেনের জন্য আগামী ছয় মাস ‘সংকটপূর্ণ’ হবে বলে বিশ্বাস করে মার্কিন গোয়েন্দা সংস্থা। সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বক্তব্য দেওয়ার সময় বার্নস বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জন্য পশ্চিমা সমর্থন কমানো ও ‘রাজনৈতিক ক্লান্তি’র জন্য বাজি ধরছেন।
এই বাজি তার সামরিক বাহিনীকে যুদ্ধক্ষেত্রে সুবিধা দেবে। জর্জটাউন ইউনিভার্সিটিতে একটি পররাষ্ট্র নীতি ইভেন্টে তিনি বলেন, ‘আমি মনে করি পুতিন এখনই বাজি ধরছেন যেন তিনি এখানে সময় দিতে পারেন।’
এদিকে মস্কোকে দেওয়া সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নসের গোপন ইউক্রেন শান্তি পরিকল্পনার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশটি এটিকে ‘প্রতারণা’ প্রতিবেদন হিসেবে উল্লেখ করেছে। খবর বাংলানিউজের।