ইউক্রেনের আগে নিজেদের স্কুল নিরাপদ করুন: ট্রাম্প

| রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৪৫ পূর্বাহ্ণ

ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর আগে বরং যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের নিজ দেশে স্কুলে নিজেদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা উচিত বলেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগ্নেয়াস্ত্রের কেনাবেচা এবং ব্যবহার সহজ করার পক্ষে প্রচার চালাচ্ছে এমন একটি গ্রুপের আয়োজিত এক সম্মেলনে শুক্রবার ট্রাম্প এ কথা বলেন। সেখানে ট্রাম্প প্রশ্ন তোলেন, কিভাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনে চার হাজার কোটি মার্কিন ডলার পাঠাতে পারছে, কিন্তু স্কুলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না? গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক তরুণ একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ১৯ শিক্ষার্থী (যাদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে) এবং দুই শিক্ষককে গুলি করে হত্যা করে। অনেকে মনে করেন, এ ধরনের হামলা বন্ধে দেশটির অস্ত্র আইন আরো কঠোর করা উচিত। যাতে চাইলেই কেউ অস্ত্র কিনতে বা বহন করতে না পারে। ট্রাম্প অবশ্য কোনোভাবেই তাদের দলে নন। বরং তিনি অস্ত্র কেনাবেচা এবং বৈধভাবে তা নিজের কাছে রাখতে আরো সহজ আইন চান। টেক্সাসের হিউস্টনে শুক্রবার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন এক সম্মেলনে ট্রাম্প বলেন, জাতি হিসেবে বাকি বিশ্বকে নির্মাণ করার আগে আমাদের উচিত আমাদের নিজেদের দেশে নিজেদের শিশুদের জন্য নিরাপদ স্কুল তৈরি করা।

পূর্ববর্তী নিবন্ধপেত্রো পোরোশেঙ্কোকে দেশত্যাগে বাধা
পরবর্তী নিবন্ধএবার আমেরিকায় বার্থডে পার্টি লক্ষ্য করে গুলি