ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

| রবিবার , ২৬ জুন, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে চলা সবচেয়ে বড় স্থলযুদ্ধ পাঁচ মাসে পড়ার দিন ইউক্রেনের উত্তর, পশ্চিম ও দক্ষিণের একাধিক শহরে বৃষ্টির মতো রুশ ক্ষেপণাস্ত্র পড়েছে বলে জানিয়েছে কিয়েভ।

এর আগে শুক্রবার রাশিয়ার কামান ও বিমান হামলা লুহানস্কের জোড়া শহর সিয়েভিয়ারোদোনেৎস্ক ও লিসিচ্যাংস্ককে চূর্ণবিচূর্ণ করার পাশাপাশি কয়েকশ বেসামরিক আটকা পড়া একটি রাসায়নিক কারখানাকেও গুড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের এক কর্মকর্তা। খবর বিডিনিউজের।

একইদিন ইউক্রেন তাদের বাহিনীকে সিয়েভিয়ারোদোনেৎস্ক থেকে সরে যেতেও নির্দেশ দিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধ‘গুরুতর ভুল’ বললেও মুসোলিনির ডক্টরেট ডিগ্রি থাকছে
পরবর্তী নিবন্ধসাংহাইয়ের জয় ঘোষণা বেইজিংয়ে খুলবে স্কুল