ইউক্রেনকে টমাহক দিলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক ধ্বংস হবে : পুতিন

| সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের অনেক গভীরে আঘাত হানার জন্য যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে এটি মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে ধ্বংস করে ফেলবে। খবর বিডিনিউজের।

রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার দুই মাসও হয়নি, দেখা যাচ্ছে শান্তি আরও দূরে চলে গেছে। রাশিয়ার বাহিনী ইউক্রেনের ভেতরে আরও অগ্রসর হচ্ছে, রাশিয়ার ড্রোনগুলো ন্যাটোর আকাশসীমায় উড়ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে আর এখন ওয়াশিংটন বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশটির গভীরে আঘাত হানার ক্ষেত্রে সরাসরি অংশ নেওয়ার বিষয়ে কথা বলছে।

ট্রাম্প বলেছেন, শান্তি তৈরি না করায় তিনি পুতিনকে নিয়ে হতাশ হয়েছেন। এরপর ইউক্রেনে দমন করতে ব্যর্থ হওয়ার জন্য রাশিয়াকে কাগুজে বাঘ বলে অভিহিত করেছেন। গত সপ্তাহে পুতিন এর জবাব দিয়ে বলেছেন, তাহলে ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা থামাতে ব্যর্থ ন্যাটোও কি কাগুজে বাঘ না? গত মাসে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, মস্কোসহ রাশিয়ার অনেক ভেতরে আঘাত হানার জন্য ইউক্রেন দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেছে আর ওয়াশিংটন তা বিবেচনা করে দেখছে। তবে এ বিষয়ে ওয়াশিংটন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, তা পরিষ্কার হয়নি।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সাংবাদিক পাভেল জারুবিন রোববার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন, তাতে পুতিন বলেছেন, এটি আমাদের সম্পর্ককে ধ্বংস করে দেবে অথবা অন্তত এই সম্পর্কে যে ইতিবাচক ধারা দেখা দিয়েছে তাকে। গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার দীর্ঘ পাল্লার জ্বালানি অবকাঠামো লক্ষ্যস্থলগুলোর বিষয়ে গোয়েন্দা তথ্য সরবরাহ করবে, যেহেতু তারা এ ধরনের আক্রমণ চালাতে ব্যবহার করার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভকে সরবরাহ করবে কি না, তা বিবেচনা করছে।

দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সের কাছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন। কিন্তু এক মার্কিন কর্মকর্তা ও অন্য তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, ইউক্রেইনের কাছে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর ট্রাম্প প্রশাসনের ইচ্ছা হয়তো কার্যকর হবে না, কারণ এর বর্তমান মজুদের সবটাই মার্কিন নৌবাহিনী ও অন্যদের ব্যবহারের জন্য রাখা আছে।

টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৫০০ কিলোমিটার (১৫৫০ মাইল) । ইউক্রেন যদি এই ক্ষেপণাস্ত্র পায় তাহলে ক্রেমলিনসহ পুরো ইউরোপীয় রাশিয়া এর লক্ষ্যস্থলের আওতায় এসে যাবে। বৃহস্পতিবার পুতিন বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সরাসরি অংশগ্রহণ ছাড়া টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার অসম্ভব আর তাই ইউক্রেইনের কাছে এ ধরনের কোনো ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা (যুদ্ধের) তীব্রতা বৃদ্ধি করে গুণগতভাবে নতুন পর্যায়ে নিয়ে যাবে। যার প্রভাব রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর পড়বে। তিনি আরও বলেছেন, টমাহক রাশিয়ার ক্ষতি করতে পারে, কিন্তু গুলি করে এটি ভূপাতিত করা হবে এবং তারা (রাশিয়া) নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও উন্নত করবে।

পূর্ববর্তী নিবন্ধসু চির মুক্তিতে চীনের সহায়তা চান ছেলে
পরবর্তী নিবন্ধআটক গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী