ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)তে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে স্পেস প্রোগ্রামিং এন্ড রোবটিকসের উপর এক কর্মশালা উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে কী- নোট স্পিকার ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. খলিলুর রহমান। তিনি বলেন, রোবটিকস এবং স্পেস বিষয়ক গবেষণা ৪র্থ বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । আমাদের পরবর্তী প্রজন্মকে এই ধরনের প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়া এবং সম্পৃক্ত থাকা অত্যন্ত জরুরী। এতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট এন্ড রোবটিকস রির্চাসার রাজিন বিন ইসা এবং হাসিব ইসলাম, প্রো-ভিসি প্রফেসর ড. নুরুল আবছার, ফ্যাকাল্টি অব সায়েন্স,ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. দেব প্রসাদ পাল এবং বিভাগীয় প্রধান কাজী নূরে ই আলম সিদ্দিকী, রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া,আইকিউএসির পরিচালক ড. সৈয়দ আলী ফজলসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।