ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এর ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্ট্রেপ্রেনিউরিয়াল সাইয়েন্সেস এর উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর জুলাই, ২০২৪ সেশনের এমবিএ এবং এমবিএম ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ব্যাংকার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রোশানগীর এবং বিএসআরএম (মিলস) লিমিটেড–এর হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওসমান গণি মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিওও এ এইচ এম লতিফ উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান চন্দ্রা দাস এবং সহযোগী অধ্যাপক ড. আখতারউদ্দিনসহ আরও অনেকে। অনুষ্ঠানের সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর ফাহমিদা আহমেদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন , ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের লেকচারার সৈয়দা জাবীন সানী। অনুষ্ঠানে এমবিএ এবং এমবিএম প্রোগ্রামের গুরুত্ব ও চাকরির ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।