ইইউর পণ্যে শুল্ক শিগগির : ট্রাম্প

দক্ষিণ আফ্রিকাকেও সাহায্য বন্ধের হুমকি

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যেও শুল্ক বসানো হবে। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ওপর শুল্ক আরোপ করবে কিনা, রোববার রাতে বিবিসির করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হতে পারে, তবে ইউরোপীয় ইউনিয়নের ওপর হবেই। আমি আপনাকে এটা বলতে পারি। কারণ তারা আমাদের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে। আপনি জানেন, আমাদের মধ্যে (বাণিজ্য) ঘাটতি ৩০ হাজার কোটি ডলারের বেশি’। এদিকে দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। দাবি করেছেন, দেশটিতে ‘এক শ্রেণির মানুষের সঙ্গে খুব খারাপ আচরণ করা হচ্ছে’। এ ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে সবরকম সাহায্য দেওয়া বন্ধের এই হুমকি দেন তিনি। খবর বিডিনিউজের।

ইইউ যুক্তরাষ্ট্রের পণ্য কেনে না অভিযোগ করে ট্রাম্প বলেন, তারা সীমার বাইরে চলে গেছে। তারা আমাদের গাড়ি নেয় না, কৃষি পণ্য নেয় না। প্রায় কিছুই নেয় না। অথচ আমরা তাদের লাখ লাখ গাড়ি থেকে শুরু করে বিপুল পরিমাণ খাবার, কৃষি পণ্যসহ সবকিছু নিই। যুক্তরাজ্য সীমার বাইরে আছে, এটা আমরা দেখছি, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সত্যিকার অর্থেই সীমার অনেক বাইরে চলে গেছে।

কবে নাগাদ এই শুল্ক আরোপ হতে পারে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কোনো সময়সীমা বলবো না, কিন্তু এটা খুব তাড়াতাড়িই হবে।’ যুক্তরাজ্যকে শুল্কের বাইরে রাখতে ‘চুক্তি হতে পারে’ বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনৈতিক যুদ্ধ ঘোষণার সমান
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে শাহ মনোহর (রা.) এর বার্ষিক ওরশ কাল