ইয়ান বেলের দীর্ঘ সময় ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা। তাই ইংল্যান্ড সফরের জন্য দেশটির সাবেক এই ব্যাটসম্যানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ইংল্যান্ড সফরে আগামী ২১ অগাস্ট থেকে তিনটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। বেল কাজ শুরু করবেন আগামী শুক্রবার। শ্রীলঙ্কা দলের সঙ্গে এই সিরিজের শেষ পর্যন্ত থাকবেন তিনি। ২০২০ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া বেল ২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন ১১৮টি। ৪২.৬৯ গড়ে করেছেন ৭ হাজার ৭২৭ রান। সেঞ্চুরি আছে ২২টি। দেশের মাটিতে ৬৫ টেস্টে ৪৭.৮৪ গড়ে ১৫ সেঞ্চুরিতে তার রান ৪ হাজার ৪৫০। দেশের ঘরোয়া ক্রিকেটে ক্যারিয়ারের পুরোটাই তিনি খেলেছেন ওয়ারউইকশায়ারের হয়ে। দলটির হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৩৮ সেঞ্চুরিতে করেছেন ১৭ হাজারের বেশি রান।
এমন একজনকে ইংল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব দিয়ে উচ্ছ্বসিত এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। তিনি বলেন আমরা ইয়ানকে নিয়োগ দিয়েছি যাতে স্থানীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তি হিসেবে খেলোয়াড়দের সেখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা দিয়ে সহায়তা করতে পারে। ইয়ানের ইংল্যান্ডে খেলার অনেক অভিজ্ঞতা আছে এবং আমরা বিশ্বাস করি, তার পরামর্শ আমাদের দলকে এই গুরুত্বপূর্ণ সফরে সাহায্য করবে। খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর নিউজিল্যান্ড জাতীয় দলসহ বেশ কয়েকটি দলে সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন ৪২ বছর বয়সী ইয়ান বেল।