ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হার

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ২:১১ অপরাহ্ণ

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগের রাতে ইংল্যান্ড অনূর্ধ্ব১৯ দলের কাছে বৃষ্টি আইনে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ৮৭ রানে জিতেছিল বাংলাদেশের যুবারা। ফলে সিরিজে এখন ১১ সমতা বিরাজ করছে। লাফবরোতে বৃষ্টির কারণে নির্ধারিত ৪৭ ওভারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১০ রানে বিদায় নেন ওপেনার জাওয়াদ আবরার। দ্বিতীয় উইকেটে রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিমের ৮৩ রানের জুটির পর দ্রুত ৩ উইকেট হারায় বাংলাদেশ। রিফাত ৫১, আজিজুল ৪১ ও কালাম সিদ্দিকি ৪ রান করেন। সতীর্থদের সাথে ছোটছোট জুটি গড়ে দলকে ৪৭ ওভারে ৯ উইকেটে ২৭২ রানের সংগ্রহ এনে দেন রিজান। ৭টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে ৫৭ রান করেন রিজান। এছাড়া আল ফাহাদ অপরাজিত ২৫ রান করেন। বৃষ্টি আইনে ৪৭ ওভারে পাওয়া ২৭১ রানের টার্গেটে খেলতে নেমে আইজ্যাক মোহাম্মদের সেঞ্চুরিতে ২৩ বল বাকী থাকতে জয় তুলে নেয় ইংল্যান্ড। আগামী ১০ সেপ্টেম্বর ব্রিস্টলে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড যুব দল।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ আমলে ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হয়েছেন : ইসরাফিল খসরু
পরবর্তী নিবন্ধভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়ার বাংলাদেশের মুকুল