ইংলিশ চ্যানেলে শরণার্থীদের নৌকা ডুবে নিহত ৬

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:২৫ অপরাহ্ণ

ফ্রান্স থেকে আসা শরণার্থীদের একটি নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় ডুবে গিয়ে অন্তত ছয় জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা গেছে প্রায় ৫০ জনকে। যুক্তরাজ্য ও ফ্রান্সের কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে বলে জানায় কর্তৃপক্ষ। বিবিসি জানায়, উদ্ধার শরণার্থীদের বেশ কয়েকজনকে একটি লাইফবোটে করে যুক্তরাজ্যের নগরী ডাভারে আনা হয়। লাইফবোট থেকে কয়েকজনকে স্ট্রেচারে করে নামানো হয়েছে। তাদের শরীরে কতটা আঘাত আছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সময় শনিবার ভোররাতের দিকে নৌকাটি ডুবে যায় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের। স্থানীয় মেয়র ফ্রাঙ্ক ধেহসান বলেন, শনিবার সকাল ৬টার দিকে (জিএমটি ০৪০০) বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালিত হয়। ওই সময়ে আরো এক ডজনের বেশি শরণার্থীবোঝাই নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। রয়টার্সকে তিনি বলেন, ওই সব নৌকাগুলির বেশ কয়েকটিতে গুরুতর সমস্যা ছিল। দুর্ভাগ্যজনকভাবে উপকূলীয় শহর সানগ্যাটে তারা কয়েকটি মৃতদেহ খুঁজে পায়। মেরিটাইম প্রিফেকচার থেকে ছয়টি মৃতদেহ খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপের জন্য দল ঘোষণা নেই মাহমুদউল্লাহ, চমক তানজিদ
পরবর্তী নিবন্ধক্রিমিয়ার আকাশে ইউক্রেনের ২০ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার