ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভাসিটির উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রশিদ, সহকারী অধ্যাপক মাহমুদা আক্তার। বিভাগের ছাত্রী সামিলা সুলতানা শাওন ও দুরদানা নাওয়ারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ সাইদুল ইসলাম, তাসলিম রিজভী, হুমায়ুন কবির ও আফিয়া রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। ইংরেজিতে দক্ষতা বর্তমান সময়ে সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টি স্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন
পরবর্তী নিবন্ধমহানগর মহিলা শ্রমিক লীগের র‌্যালি ও সভা