গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ছাড়া অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ জারির দাবি তুলেছে সংগঠন। গতকাল বুধবার রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবিসহ তিন দফা দাবি জানায়। খবর বিডিনিউজের।
সরকার এসব দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, গোপালগঞ্জে যা শুরু হয়েছে, সেখানে স্বৈরাচারী শেখ হাসিনা এবং দিল্লি, এদের চক্রান্তে গোপালগঞ্জের মধ্যে একটি প্রক্সি স্টেট কায়েম করেছে। সেখানকার সার্বভৌমত্ব নিয়ন্ত্রণ করছে স্বৈরাচারী হাসিনা এবং দিল্লির মসনদে বসে থাকা ওই লুটেরারা, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সবসময় ছিনিয়ে নিতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই প্রঙি স্টেট খেলা আমরা হতে দিব না।
সংগঠনের তরফে তিন দফা দাবি তুলে ধরে তিনি। দাবিগুলো হচ্ছে– ১. অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। ২. আওয়ামী পুলিশি কাঠামো ভেঙে ফেলে পুরো ব্যবস্থার সংস্কার করতে হবে। ৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে সক্রিয় সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।
বৈষম্যবিরোধীদের এসব দাবি সরকার মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রিফাত রশিদ। তিনি বলেন, একটা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকেও আমরা কাঠগড়ার বাইরে দেখাতে চাই না। আমরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই আলটিমেটামের মধ্য দিয়ে আমাদের যে চলমান ব্লকেড কর্মসূচি তা তুলে নিচ্ছি এবং অভিযান পরিচালনার উপর আমরা কঠোর নজরদারি রাখব।