নগরীর অক্সিজেন এলাকার আওয়ামী লীগ নেতা আবদুল নবী ওরফে লেদুর পর এবার তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। স্ত্রী লাকি আক্তারের বিরুদ্ধে ৩ কোটি ৯ লাখ ১১ হাজার ৩৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আর সন্তান মো. আব্দুর রহিমের বিরুদ্ধে ২৯ লাখ ৮৪ হাজার ৯৮১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও ১ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৮৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–২ এর সহকারী পরিচালক আবদুল মালেক বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–১ এ মামলা দুটি দায়ের করেন। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–১ এর উপপরিচালক নাজমুচ্ছায়াদাত আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
লেদুর স্ত্রী লাকি আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলার এজহারে বলা হয়, নির্দেশনা অনুযায়ী দাখিল করা সম্পদ বিবরণীতে লাকি আক্তার ৫ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ৭২০ টাকার স্থাবর সম্পদ ও ২৫ হাজার ৮২ হাজার ২২ টাকার অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন। যাচাই করলে দেখা যায়, তিনি ৪ কোটি ২৫ লাখ ৬ হাজার ৯০৫ টাকার স্থাবর ও ২২ লাখ ৬৪ হাজার ৬১৪ টাকার অস্থাবরসহ মোট ৪ কোটি ৪৭ লাখ ৭১ হাজার ৫১৯ টাকার সম্পদ অর্জন করেছেন। এরমধ্যে তার নামে ৪৪ লাখ ৪৫ হাজার টাকা দায় রয়েছে। এ দায় বাদে তার নামে ৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৫১৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। একই সময়ে তিনি ১ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৩৩৭ টাকা পারিবারিক ব্যয়সহ অন্যান্য খরচ করেছেন। ফলে তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৮৫৬ টাকার। বিপরীতে তার নামে বৈধ ও গ্রহণযোগ্য সম্পদ পাওয়া গেছে ২ কোটি ১৬ লাখ ৪ হাজার ৪৭১ টাকার। এক্ষেত্রে তার অর্জিত সম্পদ থেকে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৯ লাখ ১১ হাজার ৩৮৫ টাকার সম্পদ পাওয়া গেছে। যা তিনি অসাধু উপায়ে অর্জন করে ভোগ দখলে রেখেছেন।
লেদুর সন্তান মো. আব্দুর রহিমের বিরুদ্ধে করা মামলার এজহারে বলা হয়, নির্দেশনা অনুযায়ী মো. আব্দুর রহিমের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করলে দেখা যায়, তিনি ২৯ লাখ ৮৪ হাজার ৯৮১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও ১ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৮৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। যা তিনি অসাধুভাবে অর্জন করেছেন।
দুদকসূত্র জানায়, এর আগে গত মঙ্গলবার আওয়ামী লীগ নেতা আবদুল নবী ওরফে লেদুর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। লেদুর বিরুদ্ধে ২৬ লাখ ১৪ হাজার ১২৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত ৭৬ লাখ ৬৪ হাজার ২৯১ টাকা মূল্যের সম্পদ অসাধুভাবে অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়।