আ. লীগ নেতা লিয়াকত আলী খানকে স্মরণ

| রবিবার , ৫ জুন, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক কমিশনার লিয়াকত আলী খানের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে চালিদাতলি উকিলের জামেয়া মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল শেষে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ৩নং পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর ফারুখী, আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, সরোয়ার জাহান, মো. ইউনুছ, সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, এস এম সাইদ সুমন, জসিম উদ্দিন, আবুল বশর, আরিফুল ইসলাম মাসুম, মো. হাসান, উতপল দাস, এড রবি সৈয়দ, মো. সাইফুল করিম সহ পাঁচলাইশ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজিজুর রহমান হোমিও কলেজে ইন্টার্নশীপ কোর্সের উদ্বোধন
পরবর্তী নিবন্ধমেডিকেল সার্টিফিকেট ক্যাপিটাল লেটারে লিখার নির্দেশ