চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। তাদের কোনো দায়িত্বশীলতা নেই। প্রতিটি ক্ষেত্রে তারা মিথ্যাচার করছে। বর্তমান সরকারের সময় চারদিকে দুর্নীতি ছাড়া আর কিছু দেখা যায় না। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। তাদের কোনো অধিকার নেই গণতন্ত্রের কথা বলার। তাদের অধিকার নেই বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার। তারা হারিয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে বলেই গায়ের জোরে তাদের ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। তিনি গতকাল শনিবার বিকালে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড় বিএনপির উদ্যোগে কাজীর দীঘি মোড়ে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সরকার একদলীয় শাসনব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে সরাসরি পুলিশ বাহিনী নিয়ে তৃণমূলে চলে গেছে। দেশে নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এ জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন ও সরকার দায়ী। নির্বাচন কমিশন শুধু ব্যর্থই নয়, তাদের যোগ্যতাই নেই।
১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড় বিএনপির আহ্বায়ক হাজী মো. সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শফিউল্লাহর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সি. যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মনজু, মো. কামরুল ইসলাম, পাহাড়তলি থানা বিএনপির সভাপতি হাজী বাবুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জিয়া। বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ যুব বিষয়ক সম্পাদক আজাদ বাঙ্গালী, মহিলা কাউন্সিলর প্রার্থী ও নগর বিএনপির সদস্য জেসমিনা খানম, আখি সুলতানা, উত্তর পাহাড়তলি ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, কাউন্সিলর প্রার্থী সোহরাব হোসেন শাহীন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুন্না, নুর সেলিম বাঙ্গালী, মহিলাদল নেত্রী খালেদা বোরহান, জাহানারা বেগম, শামসুন্নাহার প্রেমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।