আ. লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য হলেন মাহবুব ও তানভীর

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ ডিসেম্বর, ২০২০ at ৯:৫৮ পূর্বাহ্ণ

শতবর্ষী বাণিজ্য সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম এবং পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য মনোনিত হয়েছেন। গতকাল রোববার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত উপ কমিটির তালিকায় মাহবুবুল আলম এবং সৈয়দ মোহাম্মদ তানভীরের নাম রয়েছে।
৬০ সদস্যের উপ কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমদ ও সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে মাহবুবুল আলম বলেন, প্রথমে আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আমি বিশ্বাস করি, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য হওয়ায় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারব। আরও দৃঢ়তার সঙ্গে শামিল হতে পারব দেশের আর্থ সামাজিক উন্নয়নে। নতুন পরিসরে দেশের জন্য কাজ করার সুযোগ পাব।
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাকে আস্থায় নিয়ে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি পালন করবো। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিল্পায়নের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধহাফেজ জান আলী শাহ আদর্শ হেফজখানায় পাগড়ি প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) ওরশের প্রস্তুতি সভা