আ. লীগের দুঃসময়ের কান্ডারি ছিলেন ফারুক মাহমুদ সিদ্দিকী

স্মরণসভায় এম এ সালাম

| মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও স্বৈরাচারবিরোধী ছাত্র গণ আন্দোলনে চট্টগ্রামের রাজপথের ছাত্রনেতা ফারুক মাহমুদ সিদ্দিকী ও মাদ্রাসার সেক্রেটারি সোলায়মান খানের ২১তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা প্রাশাসক এম এ সালাম বলেছেন, ফারুক মাহমুদ সিদ্দিকী ছিলেন আ.লীগের দুঃসময়ের কান্ডারি। তাকে হারানোর ক্ষতি পূরণ হওয়ার নয়।

গতকাল সোমবার এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে ছিল চট্টগ্রাম উত্তর জেলা ও স্থানীয় বুড়িশ্চরশিকারপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে শহীদের কবর সংলগ্ন নজুমিয়া হাট জিয়াউল উলুম মাদ্রাসা মসজিদে বাদ আছর খতমে কোরআন, আল্লামা এস এম ফরিদ উদ্দিনের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল, জেয়ারত শেষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

এতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা জাফর আহমেদ, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান সহ বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ অংশ নেন। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমিতিরহাট উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধপাচারকারীদের ফেলে যাওয়া বস্তায় মিলল ১০ কোটি টাকার ইয়াবা