আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী লেন এমইএস স্কুল মাঠে রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে গত সোমবার রাত থেকে মাসব্যাপী আ জ ম নাছির উদ্দীন রাত্রিকালীন অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এই টুর্নামেন্ট উদ্বোধন করেন। টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে মোট ২৬টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ওয়াহিদ রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মুসলিম এডুকেশন সোসাইটির (এমইএস) সাধারণ সম্পাদক এআরএম শামীম উদ্দীন।