মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত কে এম এজেন্সী ও মেসার্স বাকলিয়া কন্সট্রাকশন পৃষ্ঠপোষকতায় আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হেলাল ফুটবল একাডেমি ৪-১ গোলে হাটহাজারী স্পোর্টস ক্লাবকে হারায়।
বিজয়ী দলের পক্ষে সাকিব ও সামছি ১টি করে এবং বিদেশী রিক্রুট আইকা ২টি গোল করেন। আইকার হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি সচিব মো. ইয়াসির আরাফাত এবং সদস্য মো. ইসমাইল।
গতকালের খেলা চলাকালীন উপস্থিত ছিলেন সাবেক কোচ চট্টগ্রাম আবাহনী সাবেক কোচ মোহাম্মদ আলী, সাইদুল আলম বুলবুল এবং চট্টগ্রাম আবহানী সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম সিরু। কলেজিয়েট স্কুল মাঠে আজ বিকাল ৩.৩০টায় সাতকানিয়া সেভেন স্টার ফুটবল একাডেমি ও নেমা ফুটবল একাডেমি মুখোমুখি হবে।