আ জ ম নাছিরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

| সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:৪৫ পূর্বাহ্ণ

মহানগর আ.লীগ : নগরীর জমিয়াতুল ফালাহ্‌ জাতীয় মসজিদে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নগর আ.লীগের উদ্যোগে মিলাদ মাহফিল পূর্বক উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে নগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই একজন সম্মুখ যোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবেলায় সার্বক্ষণিকভাবে মাঠে ছিলেন আ জ ম নাছির। আল্লাহর অশেষ বরকতে তিনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের মাঝখানে ফিরে এসে আবার রাজনীতির মাঠেই সক্রিয় থাকবেন।
জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নূর আহমদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নঈম উদ্দীন আহমেদ চৌধুরী, এডভোকেট ইব্রাহীম চৌধুরী বাবুল, রেজাউল করিম চৌধুরী, সফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ শমসের, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, আবুল মনসুর, সৈয়দ আমিনুল হক, কামরুল হাসান বুলু, সাইফুদ্দীন খালেদ বাহার, মহব্বত আলী খান, ড. নিছার আহমেদ মঞ্জু প্রমুখ।
চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি : চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে গতকাল রবিবার সমিতির চেরাগী পাহাড়স্থ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা আ জ ম নাছির উদ্দিনের রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের শুরুতে সমিতির সম্পাদক নজরুল ইসলাম লিটন স্বাগত বক্তব্য দেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব বদিউল আলম রিজভী। মাহফিলে সমিতির উপদেষ্টা খোরশেদ আলম, হেলাল উদ্দিন চৌধুরী, সভাপতি ইউসুফ আলী ও পরিচালক সহ সংবাদপত্র হকার্স ইউনিয়নের উপদেষ্টা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ : সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের রোগ মুক্তি কামনায় গত শনিবার বাদ মাগরিব ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ডে চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক মো. ইসমাইল। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম সওদাগর, নোয়াব আলী, হানিফ, আক্তার, যুবলীগ নেতা একে এম শরীফ, নজরুল ইসলাম সোহেল, হাজী মনজু, আকরাম, ছাত্রলীগ নেতা ওমর ফারুক, শাহীন, টুটুল, ইমন, আকবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধদণ্ডিত থাকবেন পরিবারের সঙ্গে, সংশোধনের সুযোগ দিয়ে হাইকোর্ট
পরবর্তী নিবন্ধরামগড়ে ট্রাক-টেক্সি মুখোমুখি সংঘর্ষ নারী নিহত