আড়াই মাস পর ভারতে দৈনিক মৃত্যু হাজারের নিচে

কোভিড-১৯

| মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণের প্রণাঘাতী দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার প্রায় আড়াই মাস পর প্রথমবারের মতো হাজারের নিচে দৈনিক মৃত্যু দেখল ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ৪৬ হাজার ১৪৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে ৯৭৯ জনের।
মৃত্যুর এ সংখ্যা ১৩ এপ্রিলের পর থেকে সবচেয়ে কম বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ১৪ এপ্রিল দেশটিতে দৈনিক মৃত্যু এক হাজার ছাড়িয়েছিল। খবর বিডিনিউজের।
নতুন আক্রান্তদের নিয়ে ভারত মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি দুই লাখ ৭৯ হাজার ৩৩১ জনে দাঁড়িয়েছে। বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্র ভারতের উপরে আছে। মহামারীর দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক শনাক্ত কমতে শুরু করেছে। দ্বিতীয় এই ঢেউ চলাকালে মে-র প্রথমদিকে দেশটি দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড করেছিল। কোভিড-১৯ এ মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৯৬ হাজার ৭৩০ জনের।

পূর্ববর্তী নিবন্ধতালেবান ফের ক্ষমতায় গেলে আফগান সীমান্ত বন্ধ করে দেবে পাকিস্তান
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় আল শাবাবের হামলায় নিহত ৩০