পৃথিবী ডাকছে তোমায়
আবহমান গ্রোত ধারায়,
জেগে কেন ঘুমিয়ে আছো?
জ্বলে ওঠো বহ্নি শিখায়।
ঐ সুদূর অতীত পানে
চেয়ে দেখো নির্বাক চিত্তে,
দেখো কামনায় ভরা আহ্বান
ছেয়ে আছে নিত্য নৈমিত্তে।
বিবেক জাগাও বিবেকের টানে
মৌনতা পড়ে থাক পিছু পানে,
পথে নেমে এসো মুক্ত হাওয়াই
মাতো জোৎস্নার অবগাহনে।
প্রকৃতির সাজে সজ্জিত করো
নিজ দেহ, মন ও প্রাণ,
সংকীর্ণতা ছেড়ে বাঁচাও নিজেকে
হয়ে ওঠো অম্লান।