আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গুনিয়া উপজেলা শাখার মতবিনিময়

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:৪৫ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে রাঙ্গুনিয়ার সর্বস্তরের সুন্নী জনতাকে নিয়ে বৃহত্তর ঐক্য সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরজাদা আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ। মাস্টার মাহামুদুর রশিদ মাসুদ ও অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আল্লামা সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট উপজেলা সভাপতি মুহাম্মদ করিম উদ্দিন হাছান। বক্তব্য রাখেন অধ্যক্ষ জরিপ আলী আরমানী, অধ্যক্ষ ড. মুহাম্মদ নাছির উদ্দীন তৈয়বী, অধ্যক্ষ মারফাতুন্নুর কাদেরী, ..ম নজমুল হোসাইন নঈমী, অধ্যক্ষ আজিজুল হক, গোলাম মোস্তফা নুরুন্নবী, অধ্যক্ষ নাছির উদ্দীন কাদেরী, শফিউল বশর নঈমী, আবদুর রহমান জামী, কাজী মোস্তফা কলিম, কাজী মোজাম্মেল হক, সৈয়দ আবু নওশাদ নঈমী, সেকান্দর হোসেন নঈমী, আলহাজ খলিলুর রহমান, হাফেজ মুহাম্মদ সুলতান মাহমুদ, আকতার হোসেন, .মুহাম্মদ হাবিবুর রহমান, আশরাফ উদ্দিন সরোয়ার, এমরানুল ইসলাম, হাফেজ মুহাম্মদ শহীদুল্লাহ্‌, মুহাম্মদ মোজাহেদুল ইসলাম, অধ্যাপক ইশতিয়াক রেজা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর বৃক্ষ বিতরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবরকল বিএনপির দোয়া মাহফিল